মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর উপজেলার বাগুয়ান গ্রামে জমি জমা নিয়ে বিরোধের জেরে মারামারি ঘটনায় নবী হোসেন (৩৫) নামে একজন আহত হয়েছেন। আহত নবী হোসেন বাগুয়ান গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
সোমবার (১৫ মে) সকালে এ ঘটনা ঘটে। নবী হোসেন এখন জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় নবী হোসেনের স্ত্রী মরিয়ম বেগম জয়পুরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের সূত্রে জানা যায়, নবী হোসেনের সাথে তার প্রতিবেশী আঃ আলিম ও তার ভাইদের সাথে অনেকদিন যাবত ধরে জমি জমা নিয়ে বিরোধ চলছিলো। গতকাল সোমবার সকালে অভিযুক্ত আঃ আলিম, আজিজার রহমান ও তাদের মা আয়মন বেওয়া, নবী হোসেনের জায়গায় জোড়পূবক ঘর তোলার চেষ্টা করছিলো এমন অবস্থায় নবী হোসেন ও তার স্ত্রী বাধা দিতে গেলে আঃ আলিম, তার ভাই আজিজার ও তার মা তিনজন মিলে নবী হোসেনকে বাশের লাটি দিয়ে মারধর করে। এসময় নবী হোসেনকে এলাকাবাসী উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে তিনি হাসাপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত আঃ আলিমের সাথে কথা বললে তিনি নবী হোসেনকে আঘাত করার কথা স্বীকার করে জানান যে, আমি সকালে কাজ করতে যাওয়ার সময় দেখি নবী হোসেন ও তার স্ত্রী আমার মাকে গালিগালাজ করছে, এমন অবস্থায় আমি গিয়ে অবশ্য তাকে একটি লাঠি দিয়ে দুটা আঘাত করি।