সুনামগঞ্জের মধ্যনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের সহযোগিতায় নগদ অর্থ প্রদান করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান।
বৃহস্পতিবার (১১ মে) মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের জমশেরপুর গ্রামের কৃষক নিবারন সরকারের হাতে সুনামগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান।
জানা যায়,গত বৃহস্পতিবার (১১ মে) সকাল ১১ টার দিকে মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের জমশেরপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডের ঘটনার খবর শুনে তাৎক্ষণিক জেলা প্রশাসনের সহযোগিতায় ঘটনাস্থল পরিদর্শন করে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন।
এসময় গ্রামবাসী সহ অনেকেই উপস্থিত ছিলেন।