নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদারের সঞ্চালনায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচন প্রার্থী হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার সাংবাদিকদের উপস্থিতিতে প্রার্থীতা ঘোষনা করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আ‘লীগ নেতা মো. সামছু মিয়া, যুবলীগ নেতা মোমেন ইবনে সাঈদ ষ্ট্যালিন, ছাত্রলীগ নেতা শিমুল প্রমুখ।
ঝুমা তালুকদার বলেন, আমার মরহুম আব্বা নেত্রকোনা-১ আসন (দুর্গাপুর-কলমাকান্দা) থেকে তিন বা সংসদ নির্বাচিত হয়েছেন। তাছাড়া তিনি আ-মৃত্যু পর্যন্ত দুর্গাপুর উপজেলা আ“লীগের সভাপতি থেকে সকল নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী ধারার রাজনীতি কে দুই উপজেলায় এগিয়ে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে গেছেন। উনার সন্তান হিসেবে আমাকে আপনারা বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নিবাচিত করেছেন।
সেইধারা অব্যাহত রাখতে এলাকার মুরুব্বীদের সাথে নিয়ে এলকায় কাজ করতে চাই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আমি আ‘লীগের মনোনয়ন প্রত্যাশি। আশা করছি জননেত্রী শেখ হাসিনা যাচাই-বাছাই করে আমাকেই মনোনয়ন দিবেন। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে তৃনমুল আ‘লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাবো।