মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের প্রত্যন্তঞ্চলের দরিদ্র মানুষের চিকিৎসা দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায় পাটাবুকা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দিন ব্যাপী এ ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধন করেন বালিঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান শিপন।
এসময় উপস্থিত ছিলেন পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ আলী, পাটাবুকা যুব উন্নয়ন ক্লাবের সহ সভাপতি এনায়েতুল্লাহ, সহ সাধারণ সম্পাদক কাওছার হোসেন জনি, পাঁচবিবি কসমেট্রিক সমিতির সদস্য ইব্রাহিম মন্ডল, স্থানীয় রুবেল হোসেন ও শাহিন হাসান হৃদয়।
চক্ষু শিবির দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল রংপুরের সার্বিক পরিচালনায় এলাকার প্রায় দেড় শতাধিক বিভিন্ন বয়সের চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন সংস্থার অর্গানাইজার গোলাম রাব্বানী রানা ও তাহাজুল ইসলাম তাজু।
আনিছুর রহমান শিপন বলেন, আমার ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে সব সময় সুখে দুখে পাশে থাকতে চাই। আমি জনপ্রতিনিধি নির্বাচিত হই বা না হই যতদিন বেঁচে থাকব আপনাদের সেবা করে যাবো।