মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মানবিক রক্ত ব্যাংক রংপুর বিভাগীয় কমিটি আগামী ১ বছরের জন্য ঘোষনা করা হয়েছে। গত শুক্রবার (৫ মে) মানবিক রক্ত ব্যাংকের সভাপতি আরিফুল রহমান ও সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটিতে মোঃ নাফিজ ফুয়াদকে সভাপতি ও আর,কে ইমনকে সাধারন সম্পাদক করে ৩৯ সদস্য করে অনুমোদন করা হয়েছে।
মানবিক রক্ত ব্যাংক ২০২০ সালের ১১ই সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। এই পর্যন্ত সংগঠনটি দেশের বিভিন্ন অঞ্চলে ৫০ টি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ক্যাম্পেইন এবং দেশব্যাপী ৬৯০০ ব্যাগ রক্ত সংগ্রহ করে দিয়েছে। সংগঠনটি দেশের আটটি বিভাগে তাদের এই মানবিক কার্যক্রম পরিচালনা করছে।