মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৭নং কুসুম্বা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা ও ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুুতি কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে কুসুম্বা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন কুসুম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল ওয়াহেদ ।
উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ছানোয়ার হোসেন জিহাদী।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহ সভাপতি জাহিদুল আলম বেনু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম, সাংগাঠনিক সম্পাদক সুমন কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মহির উদ্দিন মন্ডল ।
উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি এসকে আব্দুল হক সহ আরো অনেকে।
বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্নস্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
শেষে নফিজ উদ্দিন মন্ডলকে আহবায়ক, আব্দুল ওয়াহেদ মন্ডল ও মোঃ রহুল আমিনকে যুগ্ম আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট ইউনিয়ন সম্মেলন প্রস্তুুত কমিটি গঠন করা হয়। কমিটি অন্য সদস্যরা হলো বীর মুক্তিযোদ্ধা অমল চন্দ্র, আবেদ আলী তালুকদার, ফরহাদ দেওয়ান, ইউপি সদস্য শাহানুর ইসলাম।