মেট্রোরেলে ঢিল ছোড়া ভবনটি চিহ্নিত করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। শনিবার (৬ই মে) রাজধানীতে সাংবাদিকদের একথা জানান তিনি। তবে তদন্তের স্বার্থে ভবনটির সুস্পষ্ট তথ্য দেয়নি কর্তৃপক্ষ।

তিনি বলেন, যে ভবন থেকে মেট্রোরেলে ঢিল ছোড়া হয়েছে সেটি চিহ্নিত করা হয়েছে। ব্যবস্থা নিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। বাড়িটি থেকে অধিকাংশ মানুষ পালিয়ে গেছে ফলে কাউকে এখনো গ্রেফতার করা যায়নি। তবে তিনি জানান পালিয়ে দেশের বাইরে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।

উল্লখ্য, গত রোববার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার পথে শেওড়াপাড়া এলাকায় কে বা কারা মেট্রোরেল লক্ষ্য করে ঢিল ছোড়ে। এর ফলে একটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়।

Share.
Leave A Reply

Exit mobile version