মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে স্বামী স্ত্রীর দ্বন্ধের জের ধরে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি বুধবার সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের দৈবকনন্দনপুর গ্রামে ঘটে । স্বামী ঐ গ্রামের আব্দুল জলিলের পুত্র মোশারফ হোসেন ওরফে সাদ্দামের অভিযোগ, তার স্ত্রী একই গ্রামের রেজাউল করিমের মেয়ে রিমি খাতুন তার অনুপস্থিতে বুধবার রাতে বাড়ীর আসবাবপত্র ও জমি ক্রয়ের ১লক্ষ টাকা রাতের আধারে নিয়ে পালিয়েছে। সাদ্দাম উপজেলার আনছার বেকারীতে নৈশ প্রহরীর হিসাবে দায়িত্বে থাকার সুযোগে তার স্ত্রী এ কাজটি করে। পরে বাড়ীতে এসে বাড়ীর আসবাবপত্র ও স্ত্রী না দেখতে পেয়ে পাশেই শশুর বাড়ীতে গিয়ে স্ত্রীকে দেখে জিজ্ঞেস করলে স্ত্রী, শশুর শাশুরী অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
অপরদিকে তার স্ত্রী রিমি খাতুনের অভিযোগ গত ৪মাস পূর্বে তাদের বিয়ে হয়। তার শশুর ৩শতক জমি বিক্রি করতে চাইলে তার স্বামী বাবার থেকে এক লক্ষ টাকা চাইলে ঐ জমি উভয়ের নামে দলিল সম্পাদন করার শর্তে টাকা দিতে রাজী হয়। পরবর্তীতে তার স্বামী নিজ নামে দলিল সম্পাদন করবে বলে জানালে দুজনের মধ্যে দ্বন্ধের সৃষ্টি হয়। এনিয়ে তার স্বামী তাকে বেধরক মারপিট করে।
এঘটনায় স্বামী দুজনেই পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।