মশিউর রহমানঃ
মামলা জটিলতায় বাংলাদেশ ক্যামিক্যাল ইন্ডাসস্টিজ বিসিআইসি নিয়ন্ত্রনাধীন দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান তারাকান্দি যমুনা সার কারখানা কোম্পানী লিমিটেড এর সার ব্যাগিং দরপত্র স্থগিত ঘোষনা করছে যমুনা কর্তৃপক্ষ।
দরপত্রের নীতিমালা উপেক্ষা করে দরপত্র আহ্বান করার অভিযোগে জামালপুর জেলা যুগ্ন জজ ১ম আদালতে মেসার্স শামন্তী এন্টারপ্রাইজ এর মালিক নাজিম উদ্দিন আদালতে মামলা দায়ের করেন।
যার ফলে বুধবার (৩ মে) দরপত্র জমাদানের তারিখ থাকলেও তা স্থগিত করে নোটিশ বোর্ডে নোটিশ টাঙ্গিয়ে দেয় কর্তৃপক্ষ।
কারখানা সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল সার ব্যাগিংয়ের জন্য ঠিকাদার নিয়োগের দরপত্র আহ্বান করেন কারখানা কর্তৃপক্ষ।
এ দরপত্র আহ্বানের পর দরপত্র ক্রয় করে আসছিলো।
বুধবার ছিলো দরপত্র জমাদানের নির্ধারিত দিন।
এর মধ্যে দরপত্রের নীতিমালা উপেক্ষা করে নতুন নীতিমালা সঙযোক্ত করার অভিযোগ উঠে।
এ অভিযোগে মেসার্স শামন্তী এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক নাজিম উদ্দিন এ দরপত্রের বিরোদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
ফলে কারখানার মহাব্যাবস্থাপক(অপারেশন) মোঃ সাইদুর রহমান নামে সাক্ষরিত দরপত্র সাময়িক স্থগিত ঘোষনা করে নোটিম জারিকরা হয়।
মেসার্স শামন্তী এন্টারপ্রাইজের মালিক নাজিম উদ্দিন জানান, এবারের দরপত্রে সারের পরিমানও কম। অন্যদিকে আগের দরপত্রে জামানত জমাদেয়ার নিয়মছিলো ১০ লাখ।
এবার জামানত জমাদানের পরিমান ১৪ লাখ। দরপত্রের নীতিমালা হঠাৎ পরিবর্তন করায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।