মে দিবস

স্বীকৃতি বিশ্বাসঃ

শ্রম এবং শ্রমিককে কাজ
অর্থনৈতিক উন্নয়নের জন্য
কর্মঘন্টার হিসাব না করে
যৌবনের জ্বালা মেটানোর
জন্য যেমন বার বার শৃঙ্গার
নিঃসৃত করে সুখ অনুভূতি
তেমনিভাবে নিষ্পেষিত কর।

শ্রমিক ও শ্রমিকের কাজকে
ক্ষমতা লাভের মোক্ষম হাতিয়ার
হিসাবে রাজনীতি করণ করে
অন-টাইম থালা গ্লাসের ন্যায়
পরিশীলিত ভাবে প্রয়োজনে
ব্যবহার করার পর ডাস্টবিন
অথবা আস্তাকুঁড়ে নিক্ষেপ কর।।

শ্রম ও শ্রমিকের কাজকে
দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে
শরীরের রক্তকে জ্বলিয়ে-পুড়িয়ে
লোনাপানির ধারায় প্রবাহিত করে
সঠিক ও ন্যায্য মজুরি না দিয়ে
শোষণ-বঞ্চনার লাল আলোয়
সারা বিশ্বকে আলোকিত কর।।।

Share.
Leave A Reply

Exit mobile version