মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হতদরিদ্র এক কৃষকের ৫০ শতক জমির ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ
। উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ ওয়ালিউল্লাহ রাসেল ও সাধারণ সম্পাদক আল ইমরান গণি ভূইয়া হীরার নেতৃত্বে (৩০ এপ্রিল) রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার জাটিয়া ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামের কৃষক মো. আব্দুর রাশিদের ৫০ শতক জমির ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
এসময় তাঁদের সঙ্গে ধান কাটায় অংশ নেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি অর্ণব হোম চৌধুরী, খালেক ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফয়সাল খানসহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে কৃষক মো. আব্দুর রাশিদ জানান, এক কাঠা (১০ শতক) জমির ধান কাটলে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা শ্রমিকের পারিশ্রমিক দিতে হয়। তাঁর মতো গরীব মানুষের সামর্থ্য নাই এতো টাকা দিয়ে ধান কাটার। যেকারণে ধান পেকে খেতেই পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। জানতে পেরে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ তাঁর ৫০ শতক জমির ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছ দিয়েছি। ছাত্রলীগের এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে প্রশংসা করছেন স্থানীয় লোকজন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ ওয়ালিউল্লাহ রাসেল বলেন, ‘বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে এবং ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল-আমিন ভাইয়ের নির্দেশনায়, আমরা ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ হতদরিদ্র এক কৃষকের ৫০ শতক জমির ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছি। মানবিক কাজের অংশ হিসেবে আমাদের এ ধরনের কর্যক্রম অব্যাহত থাকবে।’
টিএমবি/এইচএসএস