দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

সারাদেশের ন্যায় শার্শার বাগআঁচড়ায় দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা ২০২৩ সুষ্ঠু, শান্তিপূর্ন পরিবেশে ও কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে ।

শার্শা উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্রপাল দুটি পরীক্ষা কেন্দ্রই পরিদর্শন করেছেন।

রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শান্তিপূর্ন ভাবে শেষ হয়েছে।প্রশাসনের নজর ছিলো কড়া নিরাপত্তার চাদরে ঢাকা।

জানা যায়, বাগআঁচড়ায় এ দুটি কেন্দ্রে এবার বাগআঁচড়া সহ পার্শ্ববর্তী এলাকার ১০টি স্কুলের ৬শ ৮৮জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও প্রথমদিন বাংলা প্রথম পত্রে অনুপস্থিত ছিলো ১৭জন।

বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচীব ও বিদ্যাললয়ের প্রধান শিক্ষক খান হাসান আরীফ জানান,এ কেন্দ্রে ৫টি বিদ্যাললয়ের ৩শ ৬৪জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে এর মধ্যে ছাত্র ১শ ১৪জন ও ছাত্রী ২শ ৫০জন।অনুপস্থিতির সংখ্যা ছিলো ১০ জন মেয়ে।

অপরদিকে বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রের প্রধান শিক্ষিকা ও কেন্দ্র সচীব শাহানারা খাতুন জানান, কেন্দ্রে পাঁচটি বিদ্যালয়ের ৩শ ২৪জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে এর মধ্যে ছাত্র ২শ ২২জন ও ছাত্রী ১শ ০২জন। ৪জন ছাত্রী ও ৩জন ছাত্রসহ অনুপস্থিতি ছিলো ৭জন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version