দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের সুযোগ নেই, গুজব রটালে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি,(ভোলা)

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, এসএসসি পরীক্ষার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এসসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই। প্রশ্ন ফাঁস নিয়ে যারা গুজব রটাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি সেটার ব্যাপারে গবেষণা চলছে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

গতকাল শনিবার দুপুরে ভোলার চরফ্যাশনে দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের একাডেমিক ভবন উদ্বোধন শেষে কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

শিক্ষামন্ত্রী আরও বলেছেন, শেখ হাসিনা ২১ বছররেও বঙ্গবন্ধুসহ তার পরিবারের হত্যার বিচার চাইতে পরেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সরকার প্রধান হয়ে সেই কালাকানুন বাতিল করে প্রথম বারের মতো আইনি আদালতের কাছে পিতা মাতা, ভাই হত্যার বিচার চাইতে পেরেছেন। আজকে বিএনপি জামাত গণতন্ত্রের কথা বলে । কোথায় ছিলো সেই ২১ বছর যে সরকারের সময় বঙ্গবন্ধুসহ তার স্বপরিবারের হত্যার বিচার হয়নি সে সরকার দিয়ে দেশে ন্যায় বিচার তো দুরে থাক উন্নয়নয়নের সম্ভাবনা থাকতে পারেনা। মানুষ এগিয়ে যাওয়ার স্বপ্নও দেখতে পারেনা।

তিনি আরও বলেছেন, দেশের মানুষ আগুন সন্ত্রাসকে ক্ষমতায় দেখতে চায় না। বিএনপি গণতন্ত্রের নামে দেশের মানুষের সাথে পরিহাস করেছে। বঙ্গবন্ধুকে হত্যার পর বিএনপি দেশে কারপিউ দিয়ে দেশ চালিয়েছে। ২০০১ সনে বিএনপি নীল নকশায় ক্ষমতায় এসে বাংলাদেশেকে আগুন সন্ত্রাসে পরিনত করেছেন। হত্যা করেছে দেশের সাধারন মানুষকে। তাই আজ দেশের মানুষ বিএনপিকে বর্জন করেছেন।

এসময় সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান, ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই- লাহী চৌধুরী, ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজজ্জামন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্রসহ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মরীরা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি চরফ্যাশনের জ্যাকব টাওয়ার, শেখ রাসেল শিশু বিনোদন পার্ক , দৃষ্টিনন্দন আধুনিক বাস টার্মিনাল ও বেগম রহিমা ইসলাম কলেজসহ চরফ্যাশনের বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামো পরিদর্শন করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version