মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে নেতা-কর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ।
মঙ্গলবার (২৬ এপ্রিল) কালকিনি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে স্থানীয় জনগণ, আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময় কালে তিনি শেখ হাসিনা সরকারের নিজ আসনের উন্নয়নের চিত্রসহ সমগ্র বাংলাদেশ বর্তমান উন্নয়ন তুলে ধরেন। দলীয় শৃঙ্খল ভঙ্গের বিষয়ে বলতে গিয়ে বলেন নৌকা মনোনয়ন যে পাবে আমরা তার লোক। নৌকার সাথে বিরোধীতা করা যাবে না। যারা নৌকার বিরোধী করে তারা দেশ বিরোধী লোক ছাড়া আর কিছুই নয়। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাসার, কালকিনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ লোকমান সরদার, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সদস্য এড. সারমিন জাহান, উপজেলা যুবলীগের সভাপতি মনির হাওলাদার, সাধারন সম্পাদক নিজাম সরদার, কালকিনি উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহীন ফকির সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।