নিউজ ডেস্ক: পিরোজপুরের নেছারাবাদে হাত কেটে প্রেমিকার নাম লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ইয়াসিন নামে এক যুবক।
শনিবার সন্ধ্যায় ওই যুবককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃত ইয়াসিন উপজেলার দৈহারি ইউপির গণকপাড়া গুচ্ছ গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বেল্লাল হোসেনের ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য প্রবীর কুমার মণ্ডল বলেন, যেহেতু হাত কেটে নাম লেখা দেখা গেছে। তাই ধারণা করা হচ্ছে প্রেমের কারণে আত্মহত্যা করতে পারেন ইয়াসিন।
ইয়াসিনের বাবা মো. বেল্লাল হোসেন বলেন, আমি কিছুই বলতে পারব না। সন্ধ্যায় ঘরে ঢুকে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে হাসপাতালে এনেছি।
নেছারাবাদ থানার ওসি জাফর আহমেদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
টিএমবি/এস