স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনাসহ উপজেলায় পৃথক পৃথক দুর্ঘটনায় আরও ১৪জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঈদের দিন দুপুরের দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বৌ বাজার নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহতের মধ্যে জুলহাস (২০) ও রায়হান (১৮) দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অন্যজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনায় নিহতের মধ্যে দুজন হলেন উপজেলার লেংগুরা ইউনিয়নের গোয়াতলা গ্রামের শাহজাহানের ছেলে আবু বকর (১৭) ও একই গ্রামের মন্নাছ মিয়ার ছেলে মাসুদ মিয়া (১৭)। আরেকজন একই উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইমান আলী ছেলে সুমন মিয়া (২৩)।
জানা যায়, দুটি মোটরসাইকেলে মধ্যে একটি মোটরসাইকেলের চালকসহ তিনজন লেংগুরা সীমান্ত এলাকা থেকে আসতেছিল এবং আরেকটি মোটরসাইকেলে চালকসহ তিনজন লেংগুরা সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল। পথের মধ্যে বৌ বাজার নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলে আবু বকর ও মাসুদ মিয়া মারা যান। সুমন মিয়া নামে এক মোটরসাইকেলের চালকসহ গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জয়ত্রী দেবনাথ তাকে মৃত ঘোষনা করেন এবং আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে মমেক হাসপাতালে রেফার্ড করেন।
এছাড়াও এ উপজেলায় পৃথক পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় আর ১১ জন আহত হবার খবর স্থানীয়ভাবে জানা গেছে। আহদের মধ্যে তামিম (৫), আবির (৮) ও অন্তর (২০) এদেরকে গুরতর আহত অবস্থায় মমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহদের নাম এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম নিহতদের সত্যতা নিশ্চিত করে জানান, বিভিন্ন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।