শেখ জহিরুল ইসলামঃ নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সদর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র উদ্যোগে ঝালুয় হেমগঞ্জ বাজারে গরুহাটা এক ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন বিএন পির সভাপতি মোঃ আলহাজ্ব আব্দুল মান্নান মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল কাদির,
উপজেলা ছাত্রদলের নেতা হৃদয় হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অবিলম্বে নতুন জাতীয় সংসদ নির্বাচনের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, এনামুল কাদির, কামরুজ্জামান বাদল, মোঃ মোবারক, আব্দুল মান্নান মাস্টার, শ্রমিক দল নেতা জালাল উদ্দিন, প্রমুখ নেতৃবৃন্দ। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।