গত ১৯ মার্চ(বুধবার) ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে রেকর্ড গড়েছে পিডিবি, যা আগের দিনের চেয়ে ২২ মেগাওয়াট বেশি। এতে দেশের ৫৩ বছরের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে আগের সব রেকর্ড ভেঙে গেছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
তবে, রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হলেও দেশের বিভিন্ন জায়গায় লোডশেডিং দেখা যাচ্ছে। এতে এই তীব্র গরমে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।
এ বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, এই বছর গ্রীষ্ম, সেচ মৌসুম এবং রোজা একসাথে হওয়াতে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌছাবে এ বিষয়ে আমরা আগেই ধারনা করেছিলাম। বাংলাদেশের ইতিহাসে রেকর্ড পরিমান বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আমরা আমাদের পূর্ব প্রস্তুতির স্বাক্ষরও রেখেছি। কিন্তু গত ৫০ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙ্গে বর্তমানে যে নজিরবিহীন দাবদাহ চলছে তাতে ধারণার চেয়েও বিদ্যুতের চাহিদা অনেক বেশি বেড়ে গেছে। ফলে দেশের অনেক জায়গায় লোডশেডিং হচ্ছে।
অনাকাঙ্ক্ষিত এই দুর্ভোগের জন্য সহমর্মিতা ও দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি উত্তরণে বিদ্যুৎ বিভাগ সর্বাত্মক কাজ করছে। শিগগিরই আবারও স্বস্তিদায়ক পরিবেশ ফিরে আসবে।