নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়নের উপ-নির্বাচনে নির্বাচিত ইউপি চেয়ারম্যান এ,এইচ,এম,ফিরোজ সরকারের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ করান নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পঞ্চজ ঘোষ। এসময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন।
নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পঞ্চজ ঘোষ নব-নির্বাচিত চেয়ারম্যান এ,এইচ,এম,ফিরোজ সরকারের উদ্দেশ্যে বলেন আশা করছি আপনার নেতৃত্বে উপজেলার ডিমলা সদর ইউনিয়ন পরিষদ মডেল হবে। বর্তমান সরকার ইউনিয়ন পরিষদগুলোকে শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ৩নং ডিমলা সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম সরকার গত ১৪ ডিসেম্বর মৃত্যুবরন করায় চেয়ারম্যান পদে পদটি শুন্য হওয়ায় গত ১৬ মার্চ ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী এ,এইচ,এম ফিরোজ সরকার (নৌকা) প্রতীক বিজয়ী হন। গত ০৬ এপ্রিল স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৪৩ দ্রষ্টব্য চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষিত প্রার্থীর নামের তালিকা বাংলাদেশ নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে।
শপথ গ্রহনকৃত চেয়ারম্যান এ,এইচ,এম ফিরোজ সরকার বলেন, শপথ বাক্যের প্রতিটি কথা আমি মেনে চলব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে ইউনিয়নের সকল জনগনকে সেবার মাধ্যমে এবং সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।