শেখ জহিরুল ইসলামঃ নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশা ও মাইক্রো মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত নামা দুই জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে এক জন শিশু। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) বিকাল আনুমানিক ৫.৪৫ মিনিটের সময় কিশোরগঞ্জ টু
ময়মনসিংহ সড়কের অরণ্যপাশা নামক স্থানে অটোরিকশা ও মাইক্রো মুখোমুখি
সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই মহিলা পরিচয় এখনো পাওয়া যায়নি।
এ সময় দ্রুতগামী একটি অটোরিকশা ও মাইক্রো মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরে তারা গাড়ি থেকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই আহত হন অজ্ঞাতনামা দুই মহিলা সহ একটি শিশু।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে
কিশোরগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাতনামা দুই মহিলা মৃত্যুবরণ করেন শিশু বাচ্চাটি আহত অবস্থায় কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছেন।