ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ফয়সাল আহমেদ (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। পুলিশ ও সাংবাদিকসহ আহত হয়েছে প্রায় অর্ধশত লোক। উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী ও একই ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের লোকজনের মধ্যে শুক্রবার (১৪ এপ্রিল) ৭ টা ১৫ মিনিটে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ধরন্তী গ্রামের চৌকিদার ইকবাল মিয়ার পুত্র আশিক ও সূর্যকান্দি গ্রামের সাবেক মেম্বার হুমায়ুন মিয়ার পুত্র তোফাজ্জ্বল মিয়ার মধ্যে বৃহস্পতিবার দিবাগত রাত ৮ টায় কালিকচ্ছ বাজারে গাড়ি সাইড দেওয়াকে কেন্দ্র করে বাগ্-বিতণ্ডা ও হাতাহাতি হয়। গ্রাম পর্যায়ে এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধা ৭ টা ১৫ মিনিটে ঐ ঘটনার জের ধরে কালিকচ্ছ বাজারে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় কলেজছাত্র ফয়সাল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। নিহত ফয়সাল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের রাকিব মিয়ার পুত্র।
এ বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, পুলিশের গুলিতে কেউ নিহত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ খোলা আকাশে আট রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ককটেলের আঘাতে ওই কলেজছাত্র নিহত হয়ে থাকতে পারে।