দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নূর ইসলাম,বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ

‘ঈদ হামার জইন্যে নোয়ায়। হারা ঈদের আশাও করো না। কিন্তুক ছোলগুলার জইন্যে মনটা কাঁন্দে।’ কথাগুলো কষ্টের সঙ্গে বলছিলেন ৪০ বছর বয়সী মাহফুজা বেগম।

মাহফুজা বেগম মৃত বাবুর স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পলিপ্রায়াগপুর ইউনিয়নের র্দূগাপুর গ্রামে স্বামীর রেখে যাওয়া শেষ সম্বল ছোট্ট একটা বেড়ার ঘরে থাকেন। মৃত স্বামী দিনমজুরি কাজ করে সংসার চালাতেন কোনো রকম করে সংসার চলত, টাকার অভাবে স্বামীর চিকিৎসা করতে না পেরে ছোট ছোট ছেলে-মেয়েকে রেখে মারা যায় মাহফুজা বেগমের স্বামী।

মাহফুজা বেগম বলেন, ‘স্বামী মারা যাওয়া ছয় মাস হয়ে গেল, তার রেখে যাওয়া শুধু বাড়ি আর ছেলে মেয়ে ছাড়া আর কিছুই ছিল না। মানুষের বাড়ি চায়ে এনে স্বামীর চল্লিশা করিছো। মানুষের বাড়ি কাজ করে যে টাকা পাও সেই টাকা দিয়ে চাল, ডাল কিনতেই টাকা শেষ হয়ে যায়। একবেলা খেলে আর একবেলা খাওন থাকে না। একদিন কাজে যেতে না পারলে অনাহারে অর্ধাহারে কাটাতে হয়। দেড় মাস হয়ে গেল কোনো কাজ নাই, যতক্ষণে মানুষ চাল,ডাল দেয় ওতক্ষণে খাওন হয়। অপেক্ষার প্রহর গুনছি মানুষের ভুট্টা ভাঙ্গানোর কাজের জন্য। ছেলে টা এতিমখানায় থাকে তাকে একটা পাঞ্জাবি কিনে দেওয়া পারোছোনা।

 ‘পুরান ছেঁড়া কাপড় দিয়া ঈদ কইরমো’ ঈদের দিন সেমাই রান্না করমু, সে ব্যবস্থাও এখনো হয়নি।’ ঈদ আসছে তাই সংসারে তিন ছেলে-মেয়ে নতুন কাপড় কেনার বায়না ধরেছে। ছেলে-মেয়ে নতুন জামা-কাপড়ের জন্য কাঁদছে, কেঁদে কেঁদে বললেন মাহফুজা। সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তির সাহায্য কামনা করেছেন সাহায্য পাঠানোর জন্য মাহফুজা, ০১৭৬৮২৯০০৪৭ নম্বরের মোবাইলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।  

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version