মাহমুদুর রহমান রনি (প্রতিনিধি)বরগুনা:-

বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের হরিণঘাটা পর্যটন এলাকা থেকে একটি মৃত হরিণ উদ্ধার করেছে পাথরঘাটা বন বিভাগ । আজ বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে হরিণঘাটা পর্যটন কেন্দ্রের একটি খাল থেকে ভাসমান অবস্থায় মৃত হরিণটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, হিংস্র কোন প্রাণীর কামড়ে হরিণটির মৃত্যু হয়েছে। হরিণের গায়ে অনেক কামড়ের দাগ রয়েছে । স্থানীয় অনেকে দাবী  হরিণ শিকারীদের ফাঁদে আটকে অথবা হরিণ শিকারীদের দেয়া বিষ পান করে হরিণটির মৃত্যু হয়েছে পরবর্তী সময়ে হিংস্র প্রাণী কামড়িয়েছে। বিগত ২০ মার্চ এই বন থেকে দুটি মৃত হরিণ  উদ্ধার করেছে পাথরঘাটা বন বিভাগ।

 

পাথরঘাটার হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আল-আমিন বলেন, হরিণঘাটা পর্যটন কেন্দ্রের দক্ষিণ এলাকায় একটি খেলে হরিণটি ভাসতে দেখে স্থানীয়রা বন বিভাগকে অবহিত করে । খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত একটি পুরুষ হরিণ উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে প্রশাসনের নিদর্শনা অনুযায়ী হরিণটি মাটিতে পুঁতে ফেলা হবে।

 

Share.
Leave A Reply

Exit mobile version