দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
ধর্মীয় শিক্ষার আলো ছড়াচ্ছে জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের ভুটিয়াপাড়া পাকার মাথায় অবস্থিত হোসনে আরা তালিমুল কোরআন নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা। বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক ধর্মীয় শিক্ষা প্রসারের লক্ষ্যে নিজ স্ত্রীর নামে ২০০৭ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।
২৫ শতক জমির উপর প্রতিষ্ঠিত মাদ্রাসাটির রয়েছে ২টি ইটের আধা পাকা ঘর। প্রতিষ্ঠার পর থেকে আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিকের নিজস্ব অর্থায়নে মাদ্রাসায় অধ্যয়নরত এতিম, দরিদ্র মেধাবী কমলমতি শিক্ষার্থীদের সকল খরচসহ শিক্ষকদের মাসিক বেতন বহন করেন। একজন হাফেজ, একজন মাওলানা ও একজন জেনারেল শিক্ষক দ্বারা পরিচালিত বর্তমানে মাদ্রাসাটিতে আবাসিকে ১৫জন ও অনাবাসিকে ৩৫জন ছাত্র পড়াশুনা করছেন।
মাদ্রাসার অধ্যনয়নরত ছাত্ররা বলেন, আমরা দীর্ঘদিন থেকে এই মাদ্রাসায় পড়াশুনা করছি। এখানকার পড়াশুনার মান অনেক ভাল। তারা আরো বলেন, আমাদের খাওয়া দাওয়া ও বই পুস্তক সব মাদ্রাসা থেকে বহন করেন।
মাদ্রাসার মুহতামিম হাফেজ ইউনুছ আলী বলেন, মরহুম আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের নিয়ে মাদ্রাসাটি প্রতিষ্টা করেছেন। এলাকার মানুষ জনও তাদের সাধ্যমত সাহায্য সহযোগিতা করেন। মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর হতে এ পর্যন্ত ১০ জন কোরআনের হাফেজ তৈরী হয়েছে। তারা আজ বিভিন্ন মাদ্রাসায় কর্মরত।
মাদ্রাসা প্রতিষ্ঠাতার ছেলে মোঃ হাসিব বলেন, ২০০৭ সালে মাদ্রাসাটি আমার বাবা ধর্মীয় শিক্ষার প্রসারের লক্ষ্যে প্রতিষ্টা করেন। বর্তমানে মাদ্রাসার একটি জরাজীর্ণ ঘর রয়েছে, সেটির সংস্কার কাজ চলমান। তিনি সমাজের ধর্মপ্রাণ ব্যক্তিদের সংস্কার কাজে শরিক হওয়ার জন্য মুহাতিম মোঃ ইউনুছ আলীর মোবাইল নং ০১৪০৭- ৫৯১৬৩০ ( বিকাশ একাউন্ট) ও অগ্রনী ব্যাংক, চকবরকত শাখা, জয়পুরহাট সঞ্চয়ী হিসাব নং- ০২০০০০৮৫৩৭৫৪৪ একাউন্টে দান করার আহবান জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version