অনলাইন ডেস্ক:-

ভারতে এখন বাঘের সংখ্যা ৩ হাজার ১৬৭টি, যা চার বছর আগের তুলনায় ২০০টি বেশি। দেশটির নতুন বাঘ শুমারিতে উঠে এসেছে এই তথ্য।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাঘ শুমারির এই প্রতিবেদন প্রকাশ করেন। ‘প্রজেক্ট টাইগার ক্যাম্পেইন’ এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই জরিপ চালানো হয়।

বিশেষজ্ঞদের ধারণা, বিশ্বের বনগুলোতে যত বাঘ আছে, তার ৭০ শতাংশের আবাস ভারতে।

বাঘ গণনার এই প্রাথমিক রিপোর্টে দেখা গেছে, ভারতে যত বাঘ আছে, তার ৩ দশমিক ২ শতাংশ রয়েছে সুন্দরবনের জঙ্গলে।

এদিকে বাংলাদেশে সর্বশেষ ২০১৮ সালের শুমারিতে সুন্দরবনে ১১৪টি বাঘ পাওয়া গিয়েছিল, ২০১৫ সালে এই সংখ্যা ছিল ১০৬টি, ২০০৪ সালের জরিপে পাওয়া গিয়েছিল ৪০৪টি বাঘ।

দ্যা মেইল বিডি/এম আর আর

Share.
Leave A Reply

Exit mobile version