দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী খাবার ও আইসক্রিম তৈরি, মোড়কের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ বা কত তারিখে উৎপাদন হয়েছে বা মেয়াদ কবে শেষ হবে তার কোনো উল্লেখ না থাকা, বিএসটিআই লাইসেন্স না থাকাসহ ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে অভিযান পরিচালনার মাধ্যমে, যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে আল আমিন আইসক্রিম ফ্যাক্টরি কে ৫ হাজার ও সততা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
রবিবার ৯ই এপ্রিল সকালে বাগআঁচড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব জানান, বাগআঁচড়া অবস্থিত সততা বেকারিতে নানা অনিয়ম ও নানা অভিযোগ পাওয়া গেছে এর আগেও সেখানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। সেইসাথে প্রতিষ্ঠানটির মালিককে সতর্ক করা হয়েছে। বারবার সতর্ক করার পরও প্রতিষ্ঠান মালিক একইভাবে তাদের বেকারি চালিয়ে যাচ্ছিলেন। সকালে চৌকস পুলিশ এর একটি টিমকে সাথে নিয়ে আল আমিন বরফ কল ও সততা বেকারিতে অভিযান চালানো হয়। সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী খাবার ও আইসক্রিম তৈরি, মোড়কের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায়, বিএসটিআই লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় আল আমিন বরফ কলের পরিচালক আলআমিনকে ৫ হাজার টাকা ও ৩৭, ৪৩ ধারায় সততা বেকারির পরিচালক সিরাজুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে এবং এক মাস সময় দেওয়া হয়েছে এর মধ্যে পরিবেশ ঠিক করবে ও লাইসেন্স করার শর্ত দেওয়া হয়েছে,
এসময় অভিযানে আরও উপস্থিত ছিলেন ক্যাব সদস্য আব্দুর রকিব সরদার এবং জেলা পুলিশের একটি চৌকষ টিম।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version