যশোর জেলার বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, থ্রিপিচ, থান কাপড়সহ বিভিন্ন প্রসাধনী সামগ্রীসহ চোরাইকারবারী মাহাবুব শেখ (৩০) ও আব্দুর রহিম (২২) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাহাবুব উক্ত থানার ভবেরবেড় গ্রামের মৃত তোতা মিয়া ও আব্দুর রহিম ছোট আঁচড়া গ্রামের বাদশা ফকিরের ছেলে।
আজ রোববার (৯ এপ্রিল) বিকাল সোয়া তিনটার দিকে বেনাপোল পোর্টথানাধীন ভবেরবেড় এলাকায় বেনাপোল রেলস্টেশনের দক্ষিণ এ অভিযান পরিচালনা করে।
ঘটনার বিবরণ অনুযায়ী, বেনাপোল পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উক্ত থানার ভবেরবেড় এলাকায় বেনাপোল রেলস্টেশনের দক্ষিণপাশে মোড়ল বাড়ির ঢালাই রাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি, থ্রিপিচ, থান কাপড়সহ বিভিন্ন প্রসাধনী সামগ্রীসহ আসামিদ্বয়কে গ্রেফতার করে।আটক পণ্যের মূল্য নয় লাখ ১৪ হাজার ৪২৫ টাকা।
এ সংক্রান্ত বিষয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।