দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আল নোমান শান্ত, দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় বিজিবি’র গুলিতে নিহত হয়েছিল বারমারী লক্ষীপুর গ্রামের দিনমজুর আমিনুল। জন্মের ছয় মাসের মাথায় বাবাকে হারালো শিশু জান্নাতুল ও স্বামী হারালো স্ত্রী সুজাতা খাতুন। বাবা হারানো ছয় মাস বয়সী এতিম কন্যা শিশু সন্তানের দায়িত্ব নিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা(সাদ্দাম আকঞ্জি)।

নিহতের পরিবার জানান,দিনমজুরের কাজ করে সংসার চালাতো আমিনুল। ওই গ্রামের সুপারি ব্যবসায়ীরা আমিনুলসহ আরো কয়েকজন কে বর্ডারের কাছে সুপারির বস্তা মাথায় করে নিয়ে যেতে বলে। ওই সময় বিজিবি কোনো কিছু না বলেই প্রথমে আমিনুল কে মারধর করে। পরে তাকে গুলি করে হত্যা করে। আমিনুলের সাথে থাকা জাইদুল কেও গুলি করে আহত করে।

“আমার পুত নাই”আমি এহন কই যাইয়াম রে? তোরা আমার পুতরে মেরে ফেললি রে! আহাজারি করতে করতে নিহত আমিনুলের মা কুলসুমা খাতুন বলেন, বিজিবিরা আমার ছেলেটাকে প্রথমে মারধর করে ও তারপর গুলি করে মেরে ফেলেছে। আমি বিচার চাই। স্বামী হারা স্ত্রী সুজাতা খাতুন বলেন,হে আমার আল্লাহ আমি যেন এইডার বিচার পাই, আমার বাচ্চাডারে যারা এতিম করছে ,আমি গো এইডার বিচার চাই, আপনারার কাছে এইডার বিচার দিলাম, আপনারা আমার ছেরির মুখবায় চাইয়া এইডার বিচার কইরা দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে তারাবির নামাজ পড়ার সময় ভারতীয় সীমান্তের কাছে দুটি গুলির আওয়াজ পান স্থানীয়রা। পরে তাঁরা সেখানে জানতে পারে বিজিবির গুলিতে আমিনুল নামের এক যুবক নিহত ও জাইদুল নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। পরে রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে আমিনুলের মরদেহ ও আহত জাইদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষনা করে ও আহত জাইদুল ইসলামকে দুর্গাপুর হাসপাতালের চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে প্রেরন করা হয়। পরবর্তিতে আমিনুলের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠায় দুর্গাপুর থানা পুলিশ।

এদিকে এ খবর শুনে ওই পরিবারের সাথে কথা বলে, প্রাথমিক ভরন-পোষনের জন্য নগদ ৫০ হাজার টাকা এবং শিশু কন্যা জান্নাতুন আক্তারের দায়িত্ব নিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা(সাদ্দাম আকঞ্জি)।

এ নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি বলেন,যার সন্তান হারিয়েছে একমাত্র সেই বুঝতে পারবে এ কষ্ট কতটুকু। আমি আমার সাধ্যমত চেষ্টা করবো ওই পরিবারের ভরন পোষন করতে।

 

টিএমবি/এইচ

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version