মদন ফায়ার স্টেশনের উদ্যোগে রসুলপুর ফেরিঘাটে নৌ মহড়া

মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা মদন ফায়ার স্টেশনের উদ্যোগে বার্ষিক কর্ম সংস্থান চুক্তির আলোকে খালিয়াজুরী রসুলপুর ফেরিঘাটে ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ আক্রামুল ইসলামের নেতৃত্বে এক নৌ মহড়া পরিচালনা করা হয়।

শনিবার (১লা এপ্রিল) সকালে মহড়া চলাকালীন সময়ে বিভিন্ন নৌকা চালাক ও যাত্রীদের লিফলেট বিতরণ করা হয়। যে সব নৌকায় লাইফ জ্যাকেট নেই, সে সব নৌকা মালিকদের নৌকায় লাইফ জ্যাকেট, ভয়া বা বাতাস ভর্তি গাড়ীর টিউব রাখতে পরামর্শ দেন।

রসুলপুর ফেরিঘাটের ফেরিতে লাইফ জ্যাকেট এবং ফায়ার এক্সটিংগুইশার রাখতে ফেরি চালকদের পরামর্শ দেয়া হয়। গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে নেভাতে হবে, তা প্রদর্শনীর মাধ্যমে দেখানো হয়। এছাড়াও ফেরিঘাট ও আশপাশের এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হয়।

মদন ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ আক্রামুল ইসলাম বলেন, আমাদের মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে জনসাধারণকে সচেতন করা। কোথাও আগুন লাগলে বা কোনো দূর্ঘটনা ঘটলে জনসাধারণ আমাদের যেনো সবার আগে কল দিতে পারে, তাই লিফলেট বিতরণ করছি।

Share.
Leave A Reply

Exit mobile version