মাদারীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডঃ রহিমা খাতুন এর চাকরিজনিত বদলির কারণে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন ডাসার উপজেলা প্রশাসন।
৩০শে মার্চ,বৃহস্পতিবার বিকেলে ডাসার উপজেলা হলরুমে বিদায় সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন এর সভাপতিত্বে এ সময় বিদায়ী সংবর্ধনায় উপস্থিত ছিলেন বদলি জনিত কারনে বিদায়ী ড.রহিমা খাতুন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাদারীপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম(উপসচিব) উপপরিচালক স্থানীয় সরকার মাদারীপুর, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান, ডাসার উপজেলা প্রকৌশলী(ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোস্তফা কামাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোনিয়া চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ মশিউর রহমান,মহিলা বিষায়ক কর্মকর্তা হামিদা খাতুন,উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা(ভারপ্রাপ্ত)সৈয়দ আহসানুর রহমান, ডাসার উপজেলা আ.লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ,ডাসার উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচছা জানিয়ে সম্মাননা স্মারক প্রদান করা হয়।