দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মাবতার মা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী
শেখ হাসিনা’র নিকট নাগরপুর বাসীর প্রাণের দাবী টাঙ্গাইল-নাগরপুর-আরিচা আঞ্চলিক মহাসড়ক বাইপাস করার দাবীতে মানববন্ধন করেছেন নাগরপুর বাজার ভূমি মালিক ও ব্যবসায়ীবৃন্দ।

বৃহস্পতিবার(৩০ মার্চ)সকাল ১০.০০ টায় নাগরপুর সরকারী কলেজ গেট টাঙ্গাইল-নাগরপুর-আরিচা আঞ্চলিক মহাসড়ক বাইপাস করণ বাস্তবায়ন কমিটির আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তরা বলেন-মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা’র সাহসী নেত্বত্বে দেশ ব্যপক উন্নয়ন হচ্ছে এবং দেশ উন্নয়নের রোল মডেল হিসাবে বিশ্ববাসীর কাছে পরিচিত লাভ করেছেন।আমরা টাঙ্গাইল- নাগরপুর-আরিচা আঞ্চলিক মহাসড়কে উন্নিত হোক, চাই তবে নাগরপুর-আরিচা আঞ্চলিক মহাসড়ক বিকল্প আঞ্চলিক মহাসড়ক হিসাবে বাইপাস করার জোর দাবী জানাচ্ছি।

বক্তরা আরও বলেন-আমরা ভূমি মালিক ও নাগরপুর বাজারের ব্যবসায়ীবৃন্দ বাইপাস এজন্যই চাই নাগরপুর বাজার দিয়ে আঞ্চলিক মহাসড়ক হলে নাগরপুর বাজার অচল হয়ে পড়বে, ব্যবসায়ীগণ নিঃস্ব হবে, দীর্ঘ দিনের বসত বাড়ি-ঘর ছাড়তে হবে অনেকেই। এছাড়াও স্কুল কলেজ শিক্ষার্থীরা চলাচলে ব্যপক ঝুকিপূর্ণ হবে। নাগরপুর-আরিচা আঞ্চলিক মহাসড়ক নাগরপুর বাজার দিয়ে হলে ,ফায়ার সার্ভিস, নাগরপুর থানা, ডাক বাংলা, সরকারি যদুনাথ মডেল স্কুল ও কলেজ, নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়সহ,মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও অনেক বসত বাড়ি ব্যপক ক্ষয়ক্ষতি হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল-নাগরপুর আরিচা আঞ্চলিক মহাসড়ক বাইপাস করণে বাস্তবায়ন কমিটির আহবায়ক মো.সিরাজুল ইসলাম, যুগ্ন আহবায়ক মো.আকবর হোসেন, মো.মজিবর রহমান, মো.জহিরুল ইসলাম, মো.আলমগীর হোসেন, মো.মনছুর মিয়া প্রমূখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী, নাগরপুর বাজারের ব্যবসায়ী বৃন্দসহ নানা শ্রেনীর নাগরিকবৃন্দ।

মানববন্ধন শেষে টাংগাইল-নাগরপুর-আরিচা আঞ্চলিক মহাসড়ক বাইপাস করার দাবিতে সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version