লালপুর( নাটোর) প্রতিনিধি:
লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশেমপুর এলাকার ইয়াদুলের বাড়িতে আগুন লেগে একটি বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (২৯ মার্চ) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন করেন লালপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইসাহাক আলী। এসময় উপস্হিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, লালপুর উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ আতাউর রহমান জার্জিসসহ আরো অনেকে।
ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদটাকা ও ত্রানসামগ্রী প্রদান করা হয়।
অগ্নিকাণ্ড প্রায় ৫ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার। বসতবাড়ীর ঘরের ধান গম,কাপড়চোপড়সহ সবকিছু পুড়ে ছাই হয়েছে।
লালপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকতা বলেন, খবর পেয়ে আমাদের ইউনিট গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে বিদুৎতের লাইন থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তধীন।