সুনামগঞ্জের মধ্যনগরে বোরো ধানের ব্লাস্ট রোগের প্রতিরোধে বোরো ধানের মাঠ পরিদর্শন ও কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ মার্চ) ধর্মপাশা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে বোরো ধানের ব্লাস্ট রোগের সংক্রমণ প্রতিরোধে দিন ব্যাপি মধ্যনগর উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও কৃষকদের পরামর্শ দিয়েছেন ধর্মপাশা উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না।
এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান।
মধ্যনগর উপজেলার বিভিন্ন স্থানে বোরো ধানের ফসলি মাঠ পরিদর্শন ও কৃষকদের সাথে পরামর্শ ও লিফলেট বিতরণের সময়ে বোরো ধানে বিভিন্ন রোগ বিশেষ করে ব্লাস্ট রোগ থেকে রক্ষা পেতে কৃষকদের দ্রুত বালাইনাশক স্প্রে করার নির্দেশ প্রদান করেন।
ধর্মপাশা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বিতরণ করা লিফলেটে বোরো ধানের সংক্রমণ রোধে, অনুকূল অবস্থা, ব্লাস্টের লক্ষন,প্রতিরোধ ব্যবস্থা,দমন ব্যবস্থা সহ বিস্তারিত উল্লেখ করা রয়েছে।