অনলাইন ডেস্ক:-

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের টুইটার অ্যাকাউন্টে একটি গিটারের ছবি শেয়ার করেছে। এটি বিশ্বের সবচেয়ে দামি গিটার।

২০১৫ সালে তৈরি হওয়া গিটারটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।বিশ্বের সবচেয়ে দামি এই গিটারটির নাম ‘ইডেন অফ করোনেট’। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, এর দাম দুই মিলিয়ন ডলার অর্থাৎ ১৬ কোটি টাকা।

এই গিটারে ১১ হাজার ৪৪১টি হীরা রয়েছে। এতে ১৮ ক্যারেট সোনাও ব্যবহার করা হয়েছে।

গিটারটি তৈরি করেছেন বাদ্যযন্ত্র নির্মাতা গিবসন ও ডিজাইনার অ্যারন শাম।

৬৮ জন শিল্পী এই গিটার তৈরিতে ৭০০ দিনেরও বেশি সময় ধরে কাজ করেছেন।

কেউ কেউ বলছেন যে এই গিটারটি শুধুমাত্র প্রদর্শনের জন্য। কিন্তু এমনটা নয়, এই গিটার বাজানোও যায়।

আবুধাবিতে এক শো’তে এই গিটার বাজানো হয়েছিল। কেউ কেউ এই গিটারের প্রশংসা করছেন আবার কেউ বলছেন এটা শুধুমাত্র অপচয়।

দ্যা মেইল বিডি/এম আর আর

Share.
Leave A Reply

Exit mobile version