আরিফুর রহমান, ঝালকাঠি।।
ঝালকাঠি সরকারি কলেজে নানা কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (২৬ মার্চ) দিনের প্রথম প্রহরে কলেজ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।এরপর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ, ইংরেজি বিভাগের অধ্যাপক ইলিয়াস বেপারী,কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান শাওন সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা -কর্মচারী উপস্থিত ছিলেন।