নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে চার দোকানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার দোকানে এ অভিযান পরিচালন করা হয়। অভিযানে নের্তৃত্ব দেন অধিদপ্তরটির জেলা সহকারী পরিচালক শামসুল আলম।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সৈয়দপুর ও নীলফামারীর দায়িত্বপ্রাপ্ত স্যানেটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন সরকার।
অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে শহরের শহীদ ডা. জিকরুল হক রোডস্থ আব্বাস ভ্যারাইটিজ দোকানে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুসারে ডিমের ক্রয় মূল্য রশিদ ও বিক্রয় মূল্য তালিকা না রাখায় আট হাজার, পাইকারি ফল আড়তের আমান ফল ভান্ডারে তরমুজের ক্রয় মূল্য রশিদ না থাকায় দুই হাজার, রেলওয়ে গেটবাজারে মাহমুদ হোটেলে বাসী খাবার বিক্রি ও অপরিচ্ছন্ন পরিবেশের খাবার তৈরির দায়ে পাঁচ হাজার এবং মূল্য তালিকা না রাখায় সাহেব মাংসের দোকানে এক হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ওইদিন মাইকিং করে ব্যবসায়ীদের বেশি মূল্যে পণ্য বিক্রি না করতে ও এর জন্য মূল্য তালিকা প্রদর্শনের জন্য সতর্ক করা হয়।
এসময় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে জানান অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম।