শেখ জহিরুল ইসলামঃ নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি
কাটলীপাড়া প্রবাসী কল্যাণ বন্ধন,১ম বর্ষ পূর্তি উপলক্ষে ৫০ টি দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করা হয়েছে। ২৪ শে মার্চ শুক্রবার জুমার নামাজের পর কাটলীপাড়া প্রবাসীদের জন্য এলাকার সকল ময়মুরুব্বীদের সাথে নিয়ে মোনাজাত পরিচালনা শেষে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল তেল, পেঁয়াজ, আলু, ডাল, বুট, খেজুর, সাবান,সেমাইসহ বিভিন্ন খাদ্যপণ্য।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল পৌর আওয়ামী লীগের আহবায়ক মোঃ ইদ্রিস ভূঁইয়া,কাটলীপাড়া প্রবাসী কল্যাণ বন্ধন ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল বাতেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত সংগঠনের সহ সভাপতি মোঃ মোস্তাকিম ভূঁইয়া এ সময় আরো উপস্থিত কাটলীপাড়া প্রবাসী কল্যাণ বন্ধন ফাউন্ডেশনের সহ সভাপতি মোঃ মোজাম্মেল হক,অর্থ বিষয়ক সম্পাদক
মোঃ শাহিন ভূঁইয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কাটলীপাড়া প্রবাসী কল্যাণ বন্ধন ফাউন্ডেশনের সভাপতি আবুল কালাম ফকির সৌদি আরব প্রবাসী তার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমাদের নান্দাইল পৌরসভার ১নং ওয়ার্ডের অনেক প্রবাসী ভাই বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন। তাদেরকে একটি ছাতার নিচে নিয়ে আসতে আমরা এই পাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। মূলত আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো এই সংগঠনের ভাইদের বিপদ-আপদে সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ানো।
সেই সাথে আমরা যারা প্রবাসী রয়েছি তারা সবসময় দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করি। আমাদের পরিবার
পরিজনের বাইরেও এলাকার অনেক মানুষ রয়েছেন, যারা দারিদ্রতার সাথে লড়াই করে কষ্ট দুঃখের জীবন যাপন করছেন। বিভিন্ন দুর্যোগের পাশাপাশি ধর্মীয় উৎসবগুলোতে আমরা তাদের পাশে ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে আমাদের কষ্টউপার্জিত টাকায় পহেলা রমজানে এলাকার প্রতিবেশী দরিদ্র ভাইদের ইফতার সামগী দিয়েছি। এতে সংগঠনের সকল সদস্য সহযোগিতা করেছেন।