গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের মাসুমের বাড়িতে ২৩ই মার্চ (বৃহস্পতিবার) সকাল দশটায় রাকিব(১৬) নামে এক কিশোর বাবার কাছে মোবাইল চেয়ে তা না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছে।
নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার চন্দ্রপুর গ্রামের মানু মিয়ার ছেলে নিহত রাকিব। সে পরিবারের সাথে আবদার গ্রামের মাসুমের বাড়িতে ভাড়া থাকতো এবং মাসুমের দোকানে কাজ করতো।
নিহতের বাবা মালু মিয়া বলেন- সপ্তাহ খানেক আগে ছেলের মোবাইল নিয়ে গ্রামের বাড়িতে যান তিনি। এরপর আজ সকালে বাড়ি থেকে আসলে রাকিব বাবার কাছে তার মোবাইল ফেরত চায়। তার বাবা জানায় তোমার মোবাইল তোমার মার কাছে দিয়েছি। অফিস থেকে আসলে তোমার মার কাছ থেকে মোবাইল নিয়ে দিব বলে বাড়ির কাছেই দোকানে চা খেতে চলে যান। বাবার এ কথায় অভিমানে রাকিব ঘরে গিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। দোকান থেকে ফিরে ঘরে গিয়ে ছেলেকে ফাঁসিতে ঝুলতে দেখেন বাবা। এরপর স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত বলে ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অঞ্জনা সাথী বলেন- মৃত অবস্থায় কিশোর রাকিবকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান বলেন- মরদেহের সুরতহাল করে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।