মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বান্দরবানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
বুধবার (২২ মার্চ) বিকেলে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে বান্দরবান জেলা স্টেডিয়ামে ২টি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এসময় মেঘলা ফুটবল দল ও নীলাচল ফুটবল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এসময় খেলায় মেঘলা ফুটবল দলকে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নীলাচল ফুটবল দল ।
অন্য খেলায় সরকারী ফুটবল দল বেসরকারী ফুটবল দলকে ৩-১ গোলে পরাজিত করে জয় লাভ করে।
প্রীতি ফুটবল ম্যাচে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ( ইয়াছমিন পারভীন তিবরীজি) বলেন, খেলাধুলায় অংশগ্রহণ কেবল বিনোদনই নয়, আপনার পুরো জীবনটাকে পাল্টে দিতে পারে৷ ফুটবল খেলা আপনাকে শেখাবে সমন্বয় এবং চারপাশ সম্পর্কে সচেতন থাকতে৷ দলগত কাজ, প্রখর মনোযোগ, কঠোর শৃঙ্খলাবোধ ও টিকে থাকার মতো সংগ্রাম করতে শেখাবে৷ এর ফলে বেড়ে যাবে আত্মবিশ্বাস, মনের জোর৷ কেবল খেলার সময় নয়, এই গুণগুলোর অর্জন আপনার জীবনকে গড়ে তুলতে সাহায্য করবে৷ এসব কিন্তু গবেষকদেরই কথা৷ তাই ফুটবল খেলুন ছোটদের ফুটবল খেলতে উৎসাহী করুন৷ একসময় পাড়ায়-পাড়ায় বা গ্রামে-গ্রামে, স্কুলে-স্কুলে যে টুর্নামেন্ট হতো—সেই ঐতিহ্য ফিরিয়ে আনুন৷ ফুটবল খেলার সময় যে দিকগুলোতে লক্ষ রাখতে হবে তা হলো: খেলার আগে যথেষ্ট ওয়ার্মআপ প্রস্তুতি নিতে হবে, ধীরে ধীরে ধৈর্যের সঙ্গে নিজের গতি ও ফিটনেস বাড়াতে হবে৷ প্রচুর পানি ও ক্যালরি বা শক্তি গ্রহণ করতে হবে খেলার আগে৷ নিজের সামর্থ্যের বাইরে কখনো খেলতে যাবেন না৷ যথেষ্ট প্রতিরোধব্যবস্থা নিয়ে খেলতে নামবেন৷ মাঠে দুর্ঘটনা এড়িয়ে চলতে শিখবেন৷ দক্ষতা ও ফিটনেস অর্জনের পাশাপাশি ফুটবল আপনাকে অনেক কিছুই উপহার দিতে পারে৷
প্রীতি ফুটবল ম্যাচে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী,রানার্স আপ ও খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি,অতিরিক্ত জেলা প্রশাসক মো.ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো.জাহাঙ্গীর, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ সরকারী উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।