দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আইনি বিয়ের এক মাসের মাথায় সামাজিক রীতি মেনে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। পাত্র সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ। চলতি মাসে দিল্লিতে স্বরার দিদিমার বাড়িতে বসেছিল বিয়ের আসর। সেখানেই ভিন্ধর্মের ফাহাদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন স্বরা।

সে কথা মাথায় রেখে বিয়ের আমন্ত্রণপত্র থেকে অনুষ্ঠানেও ছিল সম্প্রীতির ছোঁয়া। সব আটঘাট বাঁধার পরও শেষরক্ষা হলো না। বিয়ের শেষ অনুষ্ঠানে নিজের পোশাকের জন্য ফের বিতর্কের মুখে পড়লেন স্বরা।

গায়েহলুদ, মেহেন্দি, সঙ্গীতের অনুষ্ঠান ছাড়াও একাধিক রিসেপশনের আয়োজন করেছিলেন নবদম্পতি। বরেলীতে ‘ওয়ালিমা’ অনুষ্ঠান দিয়ে শেষ হলো স্বরা ও ফাহাদের বিয়ের উদ্যাপন। ওই অনুষ্ঠানে পাকিস্তানি এক পোশাকশিল্পীর বানানো লেহেঙ্গায় সেজেছিলেন স্বরা।
ওই লেহেঙ্গা পরে একাধিক ছবিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন তিনি। সঙ্গে লেখেন, ‘‘লাহোর থেকে দুবাই-মুম্বই-দিল্লি হয়ে অবশেষে বরেলী! আমি বহু দিন যাবৎ আলি জ়িশানের কাজের ভক্ত। আমি যখন ওকে ফোন করে বলি যে, ওয়ালিমার অনুষ্ঠানে ওর পোশাক পরতে চাই, তখন ওর উদারতা আমাকে আরও অভিভূত করেছিল।

ওই ছবি পোস্ট করার পর থেকেই বিতর্কের মুখে পড়তে হয় স্বরাকে। ভারতে এত নামীদামি পোশাকশিল্পী থাকতে কেন পাকিস্তানি শিল্পীর পোশাক পরলেন স্বরা?

অনেকে আবার আরও এক ধাপ এগিয়ে বিদ্রুপের স্বরে পরামর্শ দেন, পাকিস্তানের শিল্পীর কাছ থেকে পোশাক কিনে ও দেশের ডুবন্ত অর্থনীতিতে খুব সাহায্য করেছেন তিনি। অনেকে আবার স্বরার এই পদক্ষেপকে প্রচারে থাকার কৌশল বলেই কটাক্ষ করেছেন। কেউ আবার তাকে পাকিস্তানে গিয়ে বিয়ে করার পরামর্শ দেন।

বিয়ের অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত সব অনুষ্ঠানে দুই ধর্মের মিলনের বার্তা রেখেছেন স্বরা ও ফাহাদ। মেহেন্দির পোশাক থেকে সঙ্গীতের একাধিক শিল্পীর পারফরম্যান্স— সব ক্ষেত্রেই ছিল সম্প্রীতির ছোঁয়া। বিয়ের শেষ অনুষ্ঠানেও সেই নজিরই রাখলেন নবদম্পতি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version