সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে মাথা গোঁজার নিজস্ব ঠাঁই না থাকা আরও ২৫ টি পরিবার নিজের নামে ঘর পেল। এসব পরিবারের কাছে আজ ঘর হস্তান্তর করা হয়েছে। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ স্লোগানে দেশব্যাপী ভূমি ও গৃহহীন পরিবারকে সরকারি জায়গায় ঘর তৈরি দেওয়ার ঐতিহাসিক প্রকল্প হাতে নিয়েছিল বর্তমান সরকার। ইতোমধ্যে তিন ধাপে ভূমি ও গৃহহীন পরিবারের কাছে আশ্রয়ণ প্রকল্পের উপহারের ঘর সমঝিয়ে দেওয়া হয়। এবার চতুর্থ ধাপের ঘর বুঝিয়ে দেয়া হয়েছে।

বুধবার (২২ মার্চ) সকাল ১১টা উপজেলা প্রশাসন আয়োজনে উপহারের ঘরের চাবি হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন, পিআইও কাজী মাসুদুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমূখ।

Share.
Leave A Reply

Exit mobile version