আল নোমান শান্ত(দুর্গাপুর)প্রতিনিধি:-

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে নেত্রকোনার দুর্গাপুর উপজেলাকে ‘কথ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে ইউএনওর কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান।

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান সাংবাদিকদের বলেন, আগামীকাল ২২ মার্চ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় দুর্গাপুর উপজেলার উপকারভোগীদের মাঝে ৪৪টি ঘর হস্তান্তর করে এ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত এলাকা ঘোষণা করবেন। অত্র উপজেলায় প্রথম পর্যায়ে ৩৫টি, ২য় পর্যায়ে ৪৫টি, ৩য় পর্যায়ে ৬৪টি ও চতুর্থ পর্যায়ে ২৫টি সহ ১৬৯টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়।

 

Share.
Leave A Reply

Exit mobile version