টাঙ্গাইলের নাগরপুরের সহবতপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২০ মার্চ) দুপুরে সহবতপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা আ.লীগের সহ সভাপতি মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল-৬, (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুর ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন, সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন, যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মাহফুজ রানা এমবি প্রমূখ।
অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।