“সু-শিক্ষাই আমাদের অঙ্গিকার” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায় ইউনাইটেড ইনস্টিটিউট অব টুনিরহাট (ইউআইটি) স্কুল এন্ড কলেজ এর এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮-মার্চ) সকালে ইউনাইটেড ইনস্টিটিউট অব টুনিরহাট (ইউআইটি) স্কুল এন্ড কলেজের আয়োজনে উক্ত বিদ্যালয় চত্বরে প্রতিষ্ঠানটির উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো: ওয়াহেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোচিত সেই ইংরেজিতে ভ্লগ করেই তারকা পঞ্চগড়ের কৃতি সন্তান তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার দয়াল চন্দ্র বর্মন।
অনুষ্ঠানটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ইউনাইটেড ইনস্টিটিউট অব টুনিরহাট (ইউআইটি) স্কুল এন্ড কলেজের উপদেষ্টা ও খগাখড়িবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (বিএসসি) আহম্মদ হোসেন মন্ডল।
সহকারী সিনিয়র শিক্ষক শফিউর রহমান শফিকের সঞ্চালনায়, স্বাগত বক্তব্য দেন, (ইউআইটি)’র অধ্যক্ষ মো: বেলাল হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কথা সাহিত্যিক ও সোনালী ব্যাংক লিমিটেড নীলফামারী শাখার প্রিন্সিপাল অফিসার ছাদেকুল ইসলাম, পশ্চিম ছাতনাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, দক্ষিণ ছাতনাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খতিবর রহমান, ছাতনাই কলোনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুর রহমান, শোভানগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ভোভানগঞ্জ বালাপাড়া তফিজুল পাড়া গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী পরিচালক আবু সাইদ বাপ্পী, সদরুল আলম, নুরনবী ইসলাম ও আলিফ হাসান।
অনুষ্ঠানে ২০২৩ সালের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দিয়ে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথি বৃন্দসহ শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।