নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ ঝুনাগাছ চাপানী ৪ নং ওয়ার্ড’র মুনাকাশা গ্রামে গোয়াল ঘরে আগুন লেগে নয়টি গরু ও একটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১৮ মার্চ) ভোরে ওই গ্রামের হাসানুর রহমানের গোয়াল ঘরে এ আগুন লাগার ঘটনা ঘটে। হাসানুর রহমান মুনাকাশা গ্রামের আব্দুল মুন্সির ছেলে।
জাকারিয়া দৈনিক জনবাণী কে জানান, ভোর রাতে হঠাৎ করে গরুর ডাক শুনে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি আমার ভাইর গোয়াল ঘরে আগুন জ্বলছে।
অনেক চেষ্টা করে আগুন নিয়্ন্ত্রণে এনেছি। কিন্তু এরই মধ্যে গোয়ালে থাকা নয়টি ও একটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।
আগুনে আমাদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি)লাইছুর রহমান দৈনিক জনবাণী জানান,এ বিষয়ে এখন পযন্ত কোন খবর পাই নাই।বিষয়টি আমার নলজে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।