ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। কিন্তু আইসিসির এ গ্রেফতারি পরোয়ানাকে ‘মূল্যহীন’ হিসেবে অভিহিত করেছে রাশিয়া।

শুক্রবার (১৭ মার্চ) প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানায় ক্রেমলিন। এ ধরনের সব অভিযোগও অস্বীকার করছে দেশটি। খবর আল-জাজিরা।

ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, আইসিসির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্তকে কোনভাবেই স্বীকৃতি দিচ্ছে না।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া আইসিসির উত্থাপিত প্রশ্নগুলিকে “জঘন্য এবং অগ্রহণযোগ্য” বলে মনে করেছে এবং তাদের যেকোনো সিদ্ধান্ত রাশিয়ার কাছে ‘অকার্যকর’।

আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির পর পুতিন ভ্রমণ করতে ভয় পাচ্ছেন কিনা জানতে চাইলে পেসকভ বলেন, “এই বিষয়ে আমার কিছু বলার নেই। আমরা এটাই বলতে চাই।”

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, শিশুদের জোরপূর্বক ইউক্রেন থেকে রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার প্রেসিডেন্ট দফতরের শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া আলেক্সেভনা লোভা-বেলোভার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করার পর থেকেই দেশটিতে মানবতাবিরোধী যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে।

আরো পড়ুন: যাত্রী ভেবে র‍্যাবের গাড়িতে ডাকাতি করতে গিয়ে ৮ তরুণ ধরা

শুক্রবার এক বিবৃতিতে নেদারল্যান্ডের হেগ-ভিত্তিক এ আদালত বলেছে, ‘জোরপূর্বক ইউক্রনের নাগরিকদের (শিশুদের) নিয়ে যাওয়া এবং রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনের অঞ্চলগুলো থেকে জোরপূর্বক নাগরিকদের (শিশুদের) রাশিয়ার নিয়ে যাওয়ার মতো যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে পুতিনের বিরুদ্ধে। উপরেল্লিখিত অপরাধের সঙ্গে পুতিনের সংশ্লিষ্টতা থাকার বিষয়টি বিশ্বাস করার পর্যাপ্ত কারণ রয়েছে।’

বৃহস্পতিবার জাতিসংঘের সহযোগিতায় তৈরি করা একটি তদন্তে প্রতিবেদনে দাবি করা হয়, ইউক্রেনে বিস্তৃত মানবতাবিরোধী অপরাধ করেছে রাশিয়া, যার মধ্যে রয়েছে জোরপূর্বক শিশুদের দেশান্তরিত করা। এ প্রতিবেদন প্রকাশের একদিন পরই রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো আন্তর্জাতিক অপরাধ আদালত।

এদিকে, পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন। দেশটির প্রসিকিউটর জেনারেল আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রশংসা করেছেন।

তিনি বলেছেন, ‘বিশ্ব একটি সংকেত পেয়েছে— রাশিয়া হলো একটি অপরাধী দেশ এবং এর নেতৃবৃন্দ এবং তাদের সহায়তাকারীদের তাদের সংঘটিত অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হবে। এটি ইউক্রেন এবং আন্তর্জাতিক আইনের জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।’

সূত্র: আল জাজিরা,  সিএনএন

 

দ্যা মেইল বিডি/এইচএসএস

Share.
Leave A Reply

Exit mobile version