সিলেটের বিশ্বনাথে জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
শুক্রবার(১৭মার্চ) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের হল রুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য মো.আব্দুল হেকিমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা উম্মে রওশনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা শেফালি বড়ুয়া, অভিভাবক কমিটির সহ সভাপতি মো.ফজর আলী, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সাংবাদিক মো.মশাহিদ আলী।
এসময় উপস্থিতি ছিলেন, সহকারী শিক্ষিকা খাদিজা খাতুন,অনুকা ভৌমিকা, মোছা রায়হানা বেগম, নাজমিন বেগম, অভিভাবক শাহনাজ আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পাওয়া শিক্ষার্থী ফাতেমা তুজ জহুরাকে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।এছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও দেশাত্মবোধক সংগীতে বিজয়ীদের হাতে পুরস্করা তুলে দেয়া হয়।
দ্যা মেইল বিডি/এইচএসএস