মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারী কমিটি ও মইনীয়া যুব ফোরাম মানিকছড়ি উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) বিকাল ৩টায় মানিকছড়ি প্রেসক্লাব হল কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারী কমিটিতে খলিফা শাহ মো. আবদুল মান্নান পাটোয়ারীকে সভাপতি, মো. আব্দুল হাকিম সর্দারকে সাধারণ সম্পাদক ও লোকমান হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয় এবং মইনীয়া যুব ফোরাম মানিকছড়ি উপজেলা কমিটিতে মো. কাউছার হামিদ রুকনকে সভাপতি, মো. মোজাক্কেরুল ইসলাম মাসুমকে সাধারণ সম্পাদক ও মো. শামীম হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
আব্দুল মোতালেব মাস্টারের সভাপতিত্বে ও কাউছার হামিদ রুকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের খাগড়াছড়ি জেলাধীন বিভিন্ন শাখা কমিটির সমন্বয়ক খলিফা শাহ মো. আবদুল মান্নান পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নত ওয়াল জামা’আত উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল মজিদ নিজামী।
দ্যা মেইল বিডি/এইচএসএস