দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-

গোপালগঞ্জ-০২ আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

বৃহ:স্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় শিক্ষক সমিতির সকল সদস্যসহ পঁচিশজন শিক্ষকের একটি শিক্ষক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় শিক্ষক সমিতির পক্ষ থেকে বশেমুরবিপ্রবি’র সার্বিক উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে প্রয়োজনীয় সমর্থন প্রত্যাশা করেছেন।

এছাড়াও সাম্প্রতিক আইসিটি পার্ক স্থাপনের কল্যাণে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় আরও ২০-৩০ একর জমি অধিগ্রহণের জন্য তাঁর আন্তরিক সহায়তা চেয়েছেন।

প্রসঙ্গত, ১৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নলেজ পার্ক, গোপালগঞ্জ বেলা ১১টায় ভিত্তিপ্রস্তর স্থাপন ও এ সংক্রান্ত আলোচনা সভা বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শেখ ফজলুল করিম সেলিম, বিশেষ অতিথি বশেমুরবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

উল্লেখ্য, এর আগে আইসিটি পার্ক নির্মাণের পদক্ষেপের প্রেক্ষিতে উপাচার্য বরাবর সাধারণ শিক্ষার্থীরা ৬ দফা দাবি তুলে ধরেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version