দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নান্দাইল উপজেলা ৩নং নান্দাইল ইউনিয়নের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে ভোটের লড়াইয়ে শেষ হাসি হাসলেন আশরাফুল ইসলাম।

৩ নং নান্দাইল ইউনিয়নের সাধারণ সদস্য পদে ৬ জনকে হারিয়ে বিজয়ী মালা পরেছেন সাবেক ইউপি সদস্য ১৫ বছরের সাফল্য আশরাফুল।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন অফিসার ফয়েজ উদ্দিনের উপস্থিতে সহকারী ভূমি কমিশনার এটিএম আরিফ তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

ফল ঘোষণায় এটিএম আরিফ বলেন, আশরাফুল ইসলাম পেয়েছেন ৪ শত ১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হাবুল মিয়া পেয়েছেন ৩ শত ০২ভোট, মোছাঃ জহুরা খাতুন পেয়েছেন ২শত ৯৩ ভোট, মোঃ শফিকুল ইসলাম পেয়েছেন ১শত ৯৮ ভোট, মোঃ মুর্শিদুর রহমান পেয়েছেন ১শত ২৫ ভোট মোঃ কদম আলী পেয়েছেন ৪৯ ভোট, মোঃ সলিম উদ্দিন পেয়েছেন ৩৪ ভোট

২৯ শে নভেম্বর ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে এ ইউপি সদস্য মোঃ মানিক মিয়া মারা যান। তারপর ওই ওয়ার্ডটি শূন্য ঘোষণা করে নির্বাচনের আয়োজন করেছেন নির্বাচন কমিশন।

নির্বাচনে বিজয়ী আশরাফুল ইসলাম বলেন, “এ বিজয় শুধু আমার নয়। বিজয়ের ভাগিদার হলেন এই ওয়ার্ডের প্রতিটি নাগরিক। টিউবওয়েল বিজয় নেতা-কর্মীর বিজয়ী হয়েছেন। সবার নিরলস প্রচেষ্টার ফলে টিউবওয়েল বিজয় সুনিশ্চিত হয়।”

এদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবুল মিয়া বলেন “নির্বাচন খুব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে,তবে তিনি নবনির্বাচিত সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার ও রিটার্নিং কর্মকর্তা ফয়েজ উদ্দিন বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে।

সহকারী ভূমি কমিশনার এটিএম আরিফ তিনি বলেন, “রসুলপুর পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভোটারদের নিরাপত্তায় ভোট কেন্দ্রে সার্বক্ষনিক নজরদারি ছিল। মোবাইল টিম সার্বক্ষণিক ভোটকেন্দ্রে পরিদর্শন করেছে শুধু তাই নয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য প্রস্তুত ছিল। কড়া নিরাপত্তার চাদরে রসুলপুর পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের ১৭ থেকে ১৮ জন করে সদস্য দ্বায়িত্ব পালন করেন। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে হিসেবে নিয়োজিত ছিলেন আর ও ১৮ থেকে ১৯ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।”

৩ নং নান্দাইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোট ভোটার ২ হাজার ১ শত ১৩ জন। মোট ভোট কাস্টিং হয়েছে ১৪ শত ১৬ টি।

1 2
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version